রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

বিদেশি সাংবাদিক ট্রেভর ফিশলকের চোখে রাষ্ট্রপতি জিয়া

নিজস্ব প্রতিবেদক

কুটনীতিক ও বিদেশি সাংবাদিক ট্রেভর ফিশলক। তিনি খ্যাতিমান লেখক ও ব্রডকাস্টার। দি টাইমস ও ডেইলি টেলিগ্রাফ পত্রিকার বিদেশ প্রতিনিধি। এশিয়ার রাজনীতি সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা ছিল। ১৯৭১ এর জ¦লন্ত সাক্ষী। বিভিন্ন সময়ে তিনি সাক্ষাৎ করেছেন এ ভূখণ্ডে রাষ্ট্রনায়কদের সাথে।

জাগরণের নায়ক শিরোনামে তিনি একটি প্রবন্ধ লেখেন। শফিক রেহমানের সম্পাদনায় রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান নামক প্রবন্ধে ছাপা হয়েছে।

প্রবন্ধে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মে. জিয়া একজন নায়ক। ২৬ মার্চ প্রথম প্রহারে চট্টগ্রামে ‘উই রিভোল্ট’ শব্দটি উচ্চারণ করে সেনাবাহিনীর মধ্যে অনুপ্রেরণা জোগায়। সেনাবাহিনী জে. নিয়াজির আনুগত্য ত্যাগ করে মে. জিয়ার নেতৃত্বে মুক্তির সংগ্রামে অংশ নেয়। এই তরুণ মেজরের নাম তৎকালীন পূর্ব-পাকিস্তান নামক ভূখণ্ডের সাড়ে সাত কোটি মানুষের দুয়ারে পৌঁছে যায়। এই মেজরের নেতৃত্বে শব্দ সৈনিকরা চট্টগ্রাম বেতার কেন্দ্রের ট্রান্সমিটার নিয়ে কলকাতায় যায়। তিনি দুই নম্বর সেক্টরের কমান্ডার। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে আসেন। ১৮ মাসের সামরিক শাসন শেষে তিনি রাজনীতিক ব্যবস্থায় দেশকে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। সংবাদপত্রের প্রবৃদ্ধিকে উৎসাহিত করেন। সংবাদপত্র অনেকটাই স্বাধীন ছিল। তিনি বিএনপি নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

রাষ্ট্রপতি জিয়া বিদেশি এ সাংবাদিককে বলেন, “জনগণকে সংগঠিত করাই হচ্ছে এগিয়ে যাওয়া চাবিকাঠি। তিনি যখন ক্ষমতায় আসেন তখন অর্থনীতির অবস্থা খুবই নাজুক। দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু ছিল না। প্রশাসন ছিল না। বৈদেশিক মুদ্রা ছিল না। ছিল শুধু খরা ও দুর্ভিক্ষ। পাঁচ বছরের মধ্যে এ রাষ্ট্রনায়ক দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেন। নিরক্ষরতা দূর করেন। জনসংখ্যা বৃদ্ধি ঠেকানোই কাজ করেন। তার কাজের ধরণ অনেকটা ফ্রান্সের প্রেসিডেন্ট জিসকার্ড দেসতাং -এর মতো। সরল সহজ জীবন যাপন করতেন। থাকতেন ঢাকার সেনানিবাসের একটি ছোট্ট বাড়িতে। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। নিজে ছিলেন একজন দক্ষ শাসক। যে দেশে দুর্নীতি সর্বব্যাপী, তিনি ছিলেন সে দেশের মিস্টার ক্লিন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন