মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

ভোলায় বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতা‌ধিক

গেজেট প্রতিবেদন

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার নতুন বাজার বিজেপি জেলা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল ১১টায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজেপি একটি মিছিল বের করে। মিছিল শেষে তারা দলীয় কার্যালয়ে সমাবেশ করে। এ সময় ওই এলাকায় একটি মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে কয়েকটি গাড়ি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, সংঘর্ষের শুরু থেকে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। এতে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারেনি। এছাড়াও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এ জন্য শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন