গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় ৩৯ দফা ঘোষণা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)। শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গণে সাংবাদিকদের এক সমাবেশে এ ঘোষণা দেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চোধুরী।
সারাদেশে বিএফইউজের অঙ্গ ইউনিয়নগুলোও সমাবেশ করে ৩৯ দফা ঘোষণা করে।
ঢাকার সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।
খুলনা গেজেট/এএজে

