ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। রোববার এই লং মার্চ করবে তারা। ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের গেজেট বৃহস্পতিবার বিকেলের মধ্যে প্রকাশ না করায় এ কর্মসূচির ঘোষণা দেয় তারা।
দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার ৯ মাস পার হলেও বাস্তবায়ন না হওয়ায়, দাবি আদায়ে পুনরায় আন্দোলনে এ ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আন্দোলনের ১৮তম দিনে নতুন এ ঘোষণা দেওয়া হয়েছে।
সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলন শুরু করেন শিক্ষকরা। এদিন টানা ১৮তম দিনে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছেন তারা।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) সচিবালয় অভিমুখে শিক্ষকদের আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। তারপরও আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলায় আহতদের চিকিৎসা ও পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
