মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

গোপালগঞ্জে ব্যালকনি থেকে পড়ে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে চারতলার ব্যালকনি থেকে পড়ে রুহি হাওলাদার (১) নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুহি হাওলাদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া এলাকার সোহেল হাওলাদারের মেয়ে। রুহি তার বাবা-মায়ের সঙ্গে গোপালগঞ্জ শহরের আলিয়া মাদ্রাসার পাশে ফুফুর বাড়িতে থাকতেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফুফুর বাড়ির চারতলার ব্যালকনি থেকে নিচে পড়ে যায় রুহি। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুহির।

ওসি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন