ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলা লজ্জাজনক। শিক্ষকদের দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েও দাবির বাস্তবায়ন না করা, খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশের হামলায় আহত শিক্ষকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সাথে আলাপের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের হামলা লজ্জাজনক। এটার সুস্থ তদন্ত করতে হবে। গত ২৮ জানুয়ারি তাদের দাবি মানার প্রতিশ্রুতি ঘোষণা দেওয়া হয় কিন্তু সেই শিক্ষকদের এখন দাবি বাস্তবায়নে আবারও মাঠে নামতে হচ্ছে। শিক্ষকদের ওপর এই হামলার ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য পদক্ষেপ নিতে হবে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
