Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গাইবান্ধার খারজানির চরের ৪ শত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

আবু নাসের সিদ্দিক তুহিন, গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলার খারজানি চরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার চার শ’ পরিবারের মাঝে বিতরণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন।

২২ জুলাই বুধবার জেলা প্রশাসক আবদুল মতিন সদর উপজেলার বন্যাদুর্গত খাড়জানি চর পরিদর্শন করেন, বন্যাদুর্গত মানুষদের কথা শুনেন এবং কিছু সমস্যা সাথে সাথে সমাধান করেন।

জেলা প্রশাসক খারজানি গুচ্ছগ্রামের ১০০ পরিবার ও আশপাশ থেকে গুচ্ছগ্রামে আশ্রয় নেয়া ৩০০ পরিবারসহ মোট ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৭ আইটেমের ১৬.৫ কেজি ওজনের প্যাকেট, ১৫ আইটেমের হাইজিন কিডস বক্স, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার গাইবান্ধা সদর, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, পিআইও, সদর ও কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন