গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর এবং সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন— টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে আলমগীর লস্কর (৬০) এবং বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে ট্রাক হেলপার মো. জসিম শেখ (২৩)।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, আলমগীর লস্কর রামচন্দ্রপুর বটতলা মসজিদে জোহরের নামাজ পড়ে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ওয়েলকাম এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী আলমগীর লস্কর নিহত হন এবং পাঁচজন আহত হন।
দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়।
অন্যদিকে, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্যা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৯১৮) দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৮৪৬৫) দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে ট্রাকের হেলপার জসিম শেখ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
