গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মিরাজ মিয়া (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ মিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংকের নরসিংদী শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সোমবার ভোরে মিরাজ মিয়া মোটরসাইকেলে (ঢাকা-মেট্রো-ল-২৫-১৪৫) করে গ্রামের বাড়ি বাগেরহাটের বড়বাড়িয়া থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ডুমদিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মিরাজ মিয়াকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।
এসআই রোমান মোল্লা আরও জানান, পরিবারের আবেদনের পর নিহতের মরদেহ পোস্টমর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
