মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

নভেম্বরেই উপদেষ্টা পরিষদের শেষ সভা: তথ্য উপদেষ্টা

গেজেট প্রতিবেদন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হবে। তিনি বলেন, সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব এসেছে, যার মধ্যে মন্ত্রণালয় ইতোমধ্যেই ১৩টি প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে।

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি বলেন, নভেম্বরে ক্যাবিনেট মিটিং ক্লোজড হয়ে যাবে। তাই যেসব কাজ করা সম্ভব, সেগুলো আগামী মাসের মধ্যে শেষ করার চেষ্টা করছি। আইন প্রণয়নের বিষয়গুলোও এই সময়ের মধ্যে সমাধান করা হবে।

তথ্য উপদেষ্টা আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করা হবে, যাতে এটি নবম গ্রেডের কাছাকাছি হয়।

ওটিটি ও ইউটিউব বিষয়ক প্রশ্নে তিনি বলেন, কনটেন্ট নির্মাণ হলে তা তথ্য মন্ত্রণালয়ের আওতায়, আর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হলে তা আইসিটি বিভাগের নিয়ন্ত্রণে থাকবে। অনলাইন কনটেন্টকে রেগুলেট করার চেষ্টা চলছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ‘ওয়ান হাউস, ওয়ান মিডিয়া’ ব্যবস্থা করা সম্ভব হবে, তবে তা করার জন্য দীর্ঘ সময় এবং মালিকানা সম্পর্কিত বিষয়গুলো সমাধান করতে হবে।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন