মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

গেজেট প্রতিবেদন

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় ভারতের খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট দনা সীমান্তবর্তী ১৩৩৪ নং মেইন পিলারের ভারতের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাকিল আহমদ (২৫)। তিনি কানাইঘাট উপজেলার দনাপাতি ছড়া গ্রামের আব্দুর রহিম উরফে সোনার চান্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল আহমদ এবং আরও দুইজন যুবক রোববার দুপুরে দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করেন। তারা সেখানে সুপারি পাড়ার কাজ করছিলেন। হঠাৎ অস্ত্রধারী খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। শাকিল আহমদ গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে এবং তার সহযোগীদের সঙ্গে থাকা অন্যদের বাংলাদেশের অভ্যন্তরে ফিরিয়ে আনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় শাকিল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভেতরে খাসিয়াদের ছররা গুলিতে শাকিল আহমেদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন