বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি করা ১১ পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এম এম হাসানুল জাহীদ, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার, টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার আ ফ ম আল কিবরিয়া, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট (পুলিশ সুপার) মো. আবু সায়েম প্রধান, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার কাজী মুহাম্মাদ শফি ইকবাল, পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, এপিবিএনের পুলিশ সুপার উক্য সিং, রংপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত (সুপারনিউমারারি পুলিশ সুপার) অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, শিল্পাঞ্চল পুলিশের (সুপারনিউমারারি পুলিশ সুপার) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও মিশন থেকে বাংলাদেশ পুলিশে প্রত্যাগত পুলিশ অধিদপ্তরের (টিআর) পুলিশ সুপার মুহাম্মদ ইসমাইল হুসাইন।
এছাড়াও একই প্রজ্ঞাপনে বদলির আদেশ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন- পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. জাহিদুর রহমান।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
