মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। রবিবার (২৬ অক্টোবর) বিকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রেল উপদেষ্টা বলেন, ‘নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেয়া হবে।
এর আগে এদিন বেলা সাড়ে ১২টার দিকে মেট্রো লাইনের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হন। তারপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ‘ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ওপর থেকে বেয়ারিং প্যাড তার ওপরে পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।’
মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
খুলনা গেজেট/এএজে

