গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার (০৪ অক্টোবর) সকালে সদর উপজেলার তেঁতুলিয়ায় টোল প্লাজার সামনে ও দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের মনি মোহন বিশ্বাস (৭০) ও টুঙ্গিপাড়া উপজেলার চর বাসুরিয়া গ্রামের খায়রুল মোল্লার ছেলে খাইরুল মোল্লা (২৭)।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মনি মোহন বিশ্বাস। এসময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, একটি ট্রলিতে ইট বোঝাই করে খায়রুল মোল্লা চর গোবরা থেকে চর বাসুরিয়া যাচ্ছিল। এসময় ট্রলিটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক সড়কের খাঁদে ফেলে দিলে খায়রুল মোল্লা মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
