শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটর সাইকেলের যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুলাল শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ শহরের কাঁচা বাজার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুলাল শেখ গোপালগঞ্জ শহরতলির ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে।

ওসি মির মোঃ সাজেদুর রহমান জানান, মোটর সাইকেল করে লঞ্চঘাট থেকে ঘোষেরচরের বাড়িতে যাচ্ছিল দুলাল শেখ। এসময় শহরের কাঁচা বাজার ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারে সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন