গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. অলি উল্লাহ, চার বছর বয়সী শিশু তামীম ও অপর একজন অজ্ঞাত পুরুষ।
পুলিশ জানায়, নিহতদের একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় মারাত্মক আহত হন— হাফিজুর, তার স্ত্রী ছালমা বেগম এবং তাদের চার বছরের ছেলে তামিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যায়।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
