গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক করেছে ইসরাইল। এটা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী ত্রাণবহর গাজায় পৌঁছানোর জন্য দোয়া করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।’
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার আয়োজকেরা জানিয়েছেন, বর্তমানে শুধু একটি নৌযান এখনো ফিলিস্তিনি উপকূলের দিকে যাত্রা করছে। তবে, সেই নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মূল বহরের।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে আয়োজকদের ওয়েবসাইটের ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামে একটি নৌকা এখনো যাত্রা করছে।
খুলনা গেজেট/এএজে