বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের হেলপার। বুধবার (১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. জনি হোসেন (৩৫)। তিনি যশোরের চৌগাছা উপজেলার মোজাম্মেল হকের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক জনি হোসেন মারা যান। এসময় হেলপার আহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন