গোপালগঞ্জের কোটালীপাড়ায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (০১ অক্টোবর) সকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কৃষক সমীর বাড়ৈ কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে সাধান বাড়ৈর ছেলে।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, কৃষক সমীর বাড়ৈ বাড়ির পাশের বিলে ভ্যাশালে উঠে মাছ ধরার জন্য বসে ছিল। এসময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ভ্যাশালের উপরেই জ্ঞান হারান।
পরে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এনএম