বুধবার থেকে টানা চারদিনের ছুটি শুরু হচ্ছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন তারা। দুই দিন দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির মিলে এই টানা ছুটি উপভোগ করবেন তারা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। এর পূর্বে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতরা ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি পাচ্ছেন।
বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। প্রতিষ্ঠানভেদে এ ছুটি বাড়তে বা কমতে পারে।ছুটির সুবিধা এবার সবচেয়ে বেশি উপভোগ করছেন স্কুল–কলেজের শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দুর্গাপূজা উপলক্ষে ৯ দিন বন্ধের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিনের বন্ধ থাকবে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছুটি আরও বেশি। তারা মোট ১২ দিনের ছুটি ভোগ করবেন।
ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালে দুর্গাপূজায় দুই দিন ছুটি নির্ধারিত হয়েছে—একটি সাধারণ, একটি নির্বাহী আদেশে। গত বছরের অক্টোবরেও একইভাবে চার দিনের ছুটি ভোগ করেছিলেন সরকারি চাকরিজীবীরা।
খুলনা গেজেট/এএজে