Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কক্সবাজারে কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষ : নিহত ৭

গেজেট ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত এবং আহত হয়েছেন আরো ২ জন আহত।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। দুর্ঘটনায় হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন বলেও জানান ওসি। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর বলেন, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন লেগুনার ৯ আরোহী।

আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ৭ জনের মৃত্যু হয়। আহত অন্য ২ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, নিহতদের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন