বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর প্রচার : প্রধান উপদেষ্টা

গেজেট প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়ন উল্লেখ করে বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই। এ বিষয়ে ভারত থেকে ভূয়া খবর প্রচার করা হচ্ছে। এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন ড. ইউনূস। জিটিওর উদৃতি দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা এ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেয়ার যে সিদ্ধান্ত দেশের মানুষ নিয়েছিল, সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি বিস্মিত হয়েছিলাম।’ ‘অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন