বিএমডিসি’র মূল সনদ না থাকায় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনয়নকৃত ২১ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এরমধ্যে সহকারী সার্জন ১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন দুইজন।স্থগিতকৃত প্রার্থীদের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত অতি সত্ত্বর জানিয়ে দেয়া হবে।
এছাড়া একই বিসিএসের সহকারী সার্জন পদে সাময়িকভাবে মনোনয়নকৃত ৪৮১০৯৩৩২ এবং ৪৮১৩১০৪৩ নম্বর রেজিস্ট্রেশন নম্বরধারী অবতীর্ণ প্রার্থীদ্বয়ের এমবিবিএস সনদ না থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে রোববার রাতে পিএসসির আরেক বিজ্ঞপ্তিতে ৪৭তম বিসিএসে নকলের অভিযোগে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। পিএসসির পরীক্ষায় তাকে এক বছর অযোগ্য ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষার (১৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত) চলাকালে একজন পরীক্ষার্থী প্রবেশপত্রে হাতে লিখে নকল করার চেষ্টা করেন। ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৫০০১৫২০। ৪৭তম বিসিএসের প্রার্থিতা বাতিলসহ পরবর্তী এক বছরে কমিশনের সব পরীক্ষায় যেকোনো পদে আবেদনের জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
পিএসসির ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়।
সূত্রমতে, ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। রোববার রাতে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে