বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ ৬ দিনের রিমান্ডে

গেজেট প্রতিবেদন

সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদপন্থী মহাসচিব কাজী মামুনুর রশীদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘এনায়েতের জামানতকৃত মোবাইল দেখে মামুনুর রশীদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছি। এ আসামি বিমানবন্দর থেকে এনায়েতকে রিসিভ করে হোটেলে রাখেন। সেখানে থাকার খরচ তিনি বহন করেন।’

তিনি বলেন, ‘এনায়েতের সঙ্গে মিলে তিনিসহ অন্যরা অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন। তার সঙ্গে আর কে কে জড়িত, এত টাকা কোথায় পেয়েছেন, এ বিষয়গুলো জানার জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেছি।’

এরপর মামুনুর রশীদের পক্ষের আইনজীবী সিরাজুল হক ফয়সাল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন