গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভীমরুলের কামড়ে শচিন ওঝা (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শচিন ওঝা কোটালীপাড়া উপজেলার লখন্ডা গ্রামের মৃত গয়ালী ওঝার ছেলে।
শচিন ওঝার ছেলে সুমন ওঝা জানান, সকালে তার বাবা বাড়ির পাশের একটি কলাগাছ কাটতে যান। এ সময় চাক ভেঙ্গে গেলে ভীমরুলের দল তাকে কামড় দেয়। এতে সে মারাত্মক আহত হলে স্বজনরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/এমআর