বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

গোপালগঞ্জ মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে নীতি ও আদর্শের সঙ্গে মিল না থাকার কারণে আওয়ামী লীগ নেতা মো: লিটন মুন্সি দল থেকে পদত্যাগ করেছেন। তিনি মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোলাবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন লিটন মুন্সি। লিখিত বক্তব্যে তিনি জানান, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার ব্যক্তিগত বিশ্বাস ও আদর্শের অসামঞ্জস্য দেখা দিয়েছে। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে কোনো প্রকার সম্পৃক্ততা তার নীতি ও আদর্শকে আঘাত করেছে। তাই মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তিনি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন।

লিটন মুন্সি আরও জানান, আজকের পর থেকে তিনি আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না এবং ভবিষ্যতেও রাখবেন না।

এর আগে, মুকসুদপুর উপজেলা থেকে ১৪ জন এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে ২ জন করে মোট ১৮ নেতাকর্মী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন