বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ পাঠান মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার দুপুরে মরহুমের সাবেক কর্মস্থল তেজগাঁও কলেজ প্রাঙ্গণে এবং সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে নিজ বাসার কাছে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে চাঁদপুরের মতলবে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, অধ্যক্ষ ইসহাক হোসেন, ইলিম মো. নাজমুল হোসেন, সৈয়দ মুহাম্মদ ইউসুফ প্রমুখ।
খুলনা গেজেট/এএজে