গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই জাল টাকা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজার থেকে এদের আটক করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে রাকিব হাসান (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কানু মিয়ার ছেলে এনামুল হক ইমাম (৩৬)।
ওসি মো: কামাল হোসেন জানান, জাল টাকা ব্যবসায়ী রাকিব হাসান ও এনামুল হক ইমাম ঘোনাপাড়া বাজারে কেনাকাটা করেন। এসময় ওই বাজারের এক দোকানদারকে ১ হাজার টাকার একটি নোট দেয়। নোটটি দেখে সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালিয়ে দু’টি এক হাজার টাকার নোট উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই জাল টাকা ব্যবসায়ীয়কে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এনএম