Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

গোপালগঞ্জে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৪ আগস্ট) রাতে সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলা থেকে এ দুইজনকে আটক করা হয়। সোমবার (২৫ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান এবং কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সোহেল চৌধুরী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাজমূল হুদা চাঁদ।

ওসি সাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরে অভিযান চালিয়ে সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। জাতীয় নাগরিক পার্টির সমাবেশে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা নাজমূল হুদা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও সোমবার আদালতে পাঠানো হয়েছে।

খুলনে গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন