Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় যুবক নিহত, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুইজন।

রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন মোল্যা কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের আশরাফ মোল্যার ছেলে। আহতরা হলেন-একই উপজেলার কামারোল গ্রামের ভ্যান চালক রোমান মোল্যা (৩২) ও তিলছড়া গ্রামের নাঈম মোল্যা (২৩)।

ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, একটি ভ্যানে ঘাস বোঝাই করে তিনজনে নিজ বাড়ি তিলছড়া গ্রামে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ভ্যানে থাকা তিনজন মারাত্মক আহত হন। পরের স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। নিহত মামুনের মরদেহ পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন