গোপালগঞ্জে পরিমাপের কম দেয়ার অভিযোগে দু’টি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৪ আগস্ট) বিকেলে জেলা শহরের মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশন এবং বেদগ্রাম এলাকার মিতা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী এই জরিমানা করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশন ও বেদগ্রাম এলাকার মিতা ফিলিং স্টেশনে বিএসটিআই-এর নিয়ম অনুযায়ী তেল দেয়ার বদলে কম তেল দেওয়ার সত্যতা পাওয়া যায়। তাই পরিমাপে কম তেল দেয়ার অভিযোগে প্রতিটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, অনিয়ম দূর করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে। এ অভিযানে বিএসটিআই-এর কর্মকর্তা ও আইনশৃঙ্খলাবাহিনীও উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এসএস