গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবরের বাসায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান ও তাকে ফাঁসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ডা. রাবেয়া আক্তার।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
ডা. রাবেয়া আক্তার বলেন, ‘আমার স্বামী ডা. কে এম বাবর জেলা বিএনপির অন্যতম সদস্য এবং গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী। গত ২২ আগস্ট রাত ২টার দিকে হঠাৎ করে যৌথবাহিনী আমার বাসায় অভিযান চালায়। এসময় আমি, আমার দুই সন্তান ও গৃহকর্মী ঘরে ছিলাম। তারা ঘরে ঢুকে প্রথমে আমার স্বামীকে খুঁজতে থাকে। পরে আমার শ্বাশুড়ির রুমের বাথরুমের কমোডের ভেতর থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘আমার স্বামী কখনও কোনো অস্ত্র ব্যবহার করেনি। তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং তিনি গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী। এ কারণে কিছু শত্রু তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে আমার স্বামীকে হেয় প্রতিপন্ন করতে এবং ফাঁসাতে এই নোংরা চক্রান্ত করা হয়েছে। যারা এমন ষড়যন্ত্রে জড়িত, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এসএস