শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গোপালগ‌ঞ্জে গণঅধি‌কার প‌রিষ‌দের পথসভা‌কে কেন্দ্র ক‌রে ব‌্যাপক নিরাপত্তা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগ‌ঞ্জের মুকসুদপু‌রে গণ অধিকার প‌রিষ‌দের পথসভা‌কে কেন্দ্র ক‌রে নজিরবিহীন নিরাপত্তা নিয়েছে জেলা পু‌লিশ।

আজ শুক্রবার বেলা ১১টায় মুকসুদপুর ক‌লেজ মো‌ড়ে গণ অধিকার পরিষদের পথসভা অনু‌ষ্ঠিত হবে। পথসভায় সভাপ‌তি ও ডাকসুর সা‌বেক ভি‌পি নুরুল হক নূর ও সাধারন সম্পাদক মোহাম্মদ রা‌সেদ খাঁন বক্তব্য রা‌খ‌বেন। পথসভায় গোপালগঞ্জ জেলা সভাপ‌তি আল আমীন সরদার সভাপ‌তিত্ব কর‌বেন। এই পথসভা‌কে কেন্দ্র ক‌রে পথসভাস্থল ও আশপা‌শের এলাকায় র্যাব, পু‌লিশ, এপিবিএন ও সাদা পোশাকে শত শত আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যদের মোতায়েন করা হ‌য়ে‌ছে।

মুকসুদপুরের পথসভা শেষে গণ অধিকার প‌রিষ‌দের কেন্দ্রীয় নেতৃবৃন্দ য‌শোর জনসভায় যোগ দিবেন।

মুকসুদপুর থানার প‌রিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল ব‌লেন, কোন প্রকার অনা‌কাঙ্খিত ঘটনা যা‌তে কেউ ঘটাতে না পা‌রে তার জন্য পথসভা স্থল, আশপাশ ও যাত্রাপ‌থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ক‌রা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন