গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
সোমবার (১৮ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মন্ডল ও মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইমাম ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, আগামী ১২ অক্টোবর থেকে এক মাসব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এ সময়ে ৯ মাস বয়স থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১৮ কার্যদিবসে টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটিতে টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের পূর্বে জন্মনিবন্ধনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
খুলনা গেজেট/এসএস