Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাহাদ মোল্যা(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া উওরপাড়া গ্রামে এ ঘটনা
ঘটে।

নিহত শিশু রাহাদ মোল্যা কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া উওরপাড়া গ্রমের আসলাম মোল্যার ছেলে।

সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসলাম মোল্যার শিশু ছেলে রাহাদ তার মাকে বাথরুমে যাবার কথা বলে। পরে এক ঘন্টা পরও বাথরুম থেকে বের না হলে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। পরে তার পায়ের ছাপ দেখে বাড়ির পাশের পুকুরে খোঁজাখুঁজি করে রাহাদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন