অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের অধীন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন ৭০ শতাংশ মানুষ।
এবছরের জুলাইয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিআইজিডির যৌথ জনমত জরিপে এই প্রত্যাশার কথা জানায় জনমতে অংশগ্রহণকারীরা।
সোমবার রাজধানীর আগারগাও জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে মিট দ্যা প্রেস আয়োজন করে ভয়েস ফর রিফর্ম এর উদ্যোগে জরিপটি সম্পর্কে জানানো হয়।
জরিপটিতে ১৫ শতাংশ মানুষ নির্বাচন সুষ্ঠু হবে না বলে ভোট দেন। ১৪ শতাংশ জানিনা বলে ভোট দেন। আর ১ শতাংশ কোন মন্তব্য জানায়নি।
মোবাইলে ফোন করে জনমত গ্রহণের মাধ্যমে জরিপটি করা হয়।
জরিপে অংশগ্রহণ করে ৬৪ টি জেলার ৫ হাজার ৪ শত ৮৯ জন মানুষ। জরিপে অংশগ্রহণ করে আঠারো বছরের বেশি বয়সী মানুষ। যাদের ৭৩ শতাংশ গ্রামের এবং ২৭ শতাংশ শহরে বসবাসকারী মানুষ। জরিপে অংশগ্রহণকারী নারী ও পুরুষের অনুপাত যথাক্রমে ৪৭ ও ৫৩ শতাংশ।
খুলনা গেজেট/এসএস