শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারে মিলল ২ মরদেহ

গেজেট ডেস্ক

রাজধানীর মৌচাকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ৩৬-৩৭৪৫) থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বেজমেন্টে পার্ক করা সাদা রংয়ের ওই প্রাইভেটকার থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের সিকিউরিটি সদস্যদের সন্দেহ হলে তারা গাড়িটির দিকে এগিয়ে যান। দেখতে পান দুটি মৃতদেহ গাড়ির ভেতরে। একটি মরদেহের পরনে শার্ট-প্যান্ট ছিল। মরদেহটি গাড়ির সামনে ড্রাইভারের পাশের আসনে ছিল।

অন্যটি গাড়ির পেছনের আসন থেকে উদ্ধার করা হয়। তার পরনে সাদা গেঞ্জি ও কালো প্যান্ট রয়েছে। তাদের শরীর ফুলে গেছে। এর মধ্যে পেছনের আসনে পাওয়া মরদেহের বাম হাতের চামড়া উঠে গেছে। তার গলায় কিছু একটা পেঁচানো আছে।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন