জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ মামলায় ৮ আসামির মধ্যে শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
আর পলাতক আছেন- ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ১৪ জুলাই ৮ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করেন।
খুলনা গেজেট/এনএম