জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাদের হাজির করা হয়।
ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ৮ পুলিশ সদস্য মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি। গ্রেপ্তার আছেন শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, তিন পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল।
আর হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের বরখাস্ত হওয়া ডিসি আখতারুল ইসলামসহ ৪ আসামি পলাতক।
খুলনা গেজেট/এনএম