দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মঙ্গলবারের (৫ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।
নতুন রোগীদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন আরও ২৩০ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৭ শতাংশ নারী।
এ ছাড়া ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩৮৪ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।
খুলনা গেজেট/এএজে