পিবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১১টায় পিবিপ্রবি প্রশাসনিক ভবন প্রাঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

পিবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল।

এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার অধ্যক্ষ আলমগীর হোসেন। গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা ও পিরোজপুর প্রেসক্লাবের প্রতিনিধি জিয়াউল আহসান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান বিভাগের রিফাত হোসেন, মনোবিজ্ঞান বিভাগের মীম আক্তার, সিএসই বিভাগের মারুফ হোসেন ও গণিত বিভাগের শাদাব হাসিন বক্তব্য প্রদান করেন।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারন করেন ও সকলের আত্মত্যাগের গুরুত্বারোপ করেন এবং এই ত্যাগকে শক্তিতে রুপান্তরিত করতে সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা এই স্বাধীনতার মর্মতা বজায় রাখতে সবাইকে স্ব স্ব স্থান থেকে সকল ধরনের অপরাধকে দমন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি পিবিপ্রবি উপাচার্য তার আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানের দুর্বিষহ দিনের স্মৃতিচারন করেন এবং তিনি আলোচনার মধ্যে আবেগাপ্লুত হয়ে পরেন। তিনি বলেন, আমরা অনেক আত্মত্যাগের বিনিময়ে এই ফ্যাসিস্ট সরকারকে দমন করে নতুন করে স্বাধীনতার স্বাদ গ্রহন করেছি। কোন অন্যায়কে প্রশ্রয় দিবোনা। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করবো। আমাদের এই অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে সুন্দর ও সমৃদ্ধশীল দেশ গঠিত হবে।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন