শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

নেছারাবাদে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে পরকীয়া প্রেমিকের পাঠানো আপত্তিকর ভিডিও স্বামীর মোবাইলে পৌঁছানোর পর মোসা. আইমিন (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ বিন্না গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আক্তারুননাহার এর মেয়ে এবং রাজু মাঝির স্ত্রী।

জানা যায়, নিহত আইমিনের প্রতিবেশী এক ছেলের সাথে পরকীয়া সম্পর্ক ছিল। সম্প্রতি ওই প্রেমিক তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি আপত্তিকর ভিডিও আইমিনের স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোডের ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। আইমিনের স্বামী ১০ হাজার টাকা জোগাড় করে তাকে দেয়। এতে পারিবারিক অশান্তি ও মানসিক চাপে পড়ে আইমিন। এ ঘটনার রেশ ধরে গলায় দড়ি দিতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আইমিনের মা আক্তারুননাহার জানান, আমার মেয়ে এবং মেয়ে জামাই দুজনেই ঢাকা থাকতেন। কিছুদিন আগে মোবাইলে ধারণকৃত একটি ভিডিও নিয়ে দুজনার সাথে ঝগড়া বাধে। এ বিষয় নিয়ে কয়েকদিন আগে আমার মেয়ে বাড়িতে চলে আসে। মেয়ে জামাই গত রাতে বাড়িতে আসলে তাদের মধ্যে ঝগড়া বাধে। সেই ঝগড়ার রেশ ধরেই হয়তোবা আমার মেয়ে গলায় ফাঁস দিতে পারে অথবা কেউ মেরে ঝুলিয়ে রাখতে পারে। আমি আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত করে আইনের কাছে বিচার চাই।

ইউপি সদস্য মো. বাবুল হোসেন বলেন, নিহতর স্বামী রাজু মাঝির সাথে কিছুদিন আগে ওই মহিলার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তারা উভয়ে পুনরায় বিবাহ করেছে। শুনেছি আইমিনের সাথে তার চাচাতো ভাইয়ের পরকীয়ার সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ চলছিলো। এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। কি কারনে মারা গেছে আমি বুঝে উঠতে পারছি না।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, ঘটনার খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন