Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ব্যক্তি করদাতাদের আয়কর অনলাইনে দাখিল বাধ্যতামূলক

গেজেট ডেস্ক

দেশের সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। রোববার সকালে এনবিআর থেকে এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে ৪ আগস্ট থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

বর্তমানে দেশের ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলের সব সরকারি কর্মকর্তা, তফসিলি ব্যাংক এবং কিছু বড় প্রতিষ্ঠানের করদাতাদের জন্য ইতোমধ্যে রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সর্বশেষ করবর্ষে প্রায় ১৬ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা আগের মতোই ৩ লাখ ৫০ হাজার টাকা থাকছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন