Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৯শে জুলাই, ২০২৫ । ১৪ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু

গেজেট ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে এ তথ্য জানানো হয়।

গত ২৩ জুলাই মধ্যরাতে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। সেদিন রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।

এর আগে চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে তাকে স্বাগত জানান বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।

চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। সঙ্গে দেশে আসেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন