Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রাজধানী থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

গেজেট ডেস্ক

রাজধানী থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিমানবাহিনী। ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্যই জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলেও জানিয়েছে বাহিনীটি।

সোমবার দুপুরে তেজগাঁওয়ের অ্যাভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহিদুল ইসলাম।

এয়ার কমোডর শহিদুল ইসলাম বলেন, ‘রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গিবিমান ঘাঁটি থাকা অত্যাবশ্যক। এইসব জঙ্গিবিমানের স্কোয়াড্রনগুলো প্রয়োজনীয় সারাবছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। এই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি।’

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার সময় পাইলট তৌকিরের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত যোগাযোগ ছিল বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মারুফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতদের পরিবার ও আহতদের যতদিন প্রয়োজন ততদিন সহযোগিতা করবে বিমানবাহিনী। বিমান দুর্ঘটনা তদন্তে চীন থেকে একটি টিম আসবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন