Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অ্যানোনিমাস পেজ থেকে গুজব, পেছনে বেটিং চক্র

গেজেট ডেস্ক

উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাস।

এই স্ট্যাটাসটি ছিল ২০ জুলাইয়ের। যেখানে দাবি করা হয়, ‘একটি বিদ্যালয়ের বিল্ডিং ধ্বসে পড়বে, অনেক শিশুর প্রাণহানি ঘটবে। এমনটা ঘটবে বিদ্যালয়ের বিল্ডিংয়ের দূর্বল রক্ষণাবেক্ষনের কারণে।’

ব্যস! সোমবার উত্তরায় মাইলস্টোন কলেজের প্রাইমেরি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পরেই অনেকে দাবি করতে শুরু করেন, হয়তো এই ঘটনার সঙ্গে স্ট্যাটাসের কোনো যোগসাজেশ রয়েছে।

শুধু তাই নয়, ওই একই পেজ থেকে উত্তরায় বিমান দুর্ঘটনার কিছুক্ষণ পরই অপর এক স্ট্যাটাসে দাবি করা হয়, তারা আগেই সতর্ক করেছিল। একদিন আগেই এমন কিছু ঘটবে, সেটার আগাম বার্তা দিয়েছিল।

এরপরই ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের ওই ফেসবুক পেজ থেকে দেওয়া একের পর এক স্ট্যাটাস। নেটিজেনরাও মনে করতে শুরু করেন, উত্তরার বিমান দুর্ঘটনার পেছনে কোনো রহস্যও থাকতে পারে!

এখানেই শেষ নয়, সোমবার সন্ধ্যায় ওই একই পেজ থেকে আরও একটি স্ট্যাটাসে দাবি করা হয়- বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বোমা বিস্ফোরিত হবে। এটি হতে পারে কোনো হোটেল কিংবা হাসপাতালে।

মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল শুরু হয়। অনেকেই তাদের সেই পোস্ট শেয়ার করে এক ধরণের আতঙ্ক-উদ্বিগ্নের কথাও প্রকাশ করেন।

তবে বিষয়টি বেশি দূর গড়ানোর আগেই এই ফেসবুক পেজের মুখোশ উন্মোচন করেছেন বাংলাদেশের কয়েকজন সাইবার বিশেষজ্ঞ। তাদেরই একজন প্রোবফ্লাই আইটি’র ফাউন্ডার আব্দুল্লাহ আল ইমরান।

এই পেজটি কারা পরিচালনা করছে, তাদের তালিকা বের করেছেন ইমরান ও তার দল। ইমরান জানিয়েছেন, এটি মূলত একটি স্ক্যামিং পেইজ। যারা অনলাইন বেটিং বা জুয়ার সাইটসহ বিভিন্ন স্ক্যামিং নিয়ে কাজ করে।

এই সাইবার বিশেষজ্ঞ জানান, আমাদেরই এক সহযোদ্ধা শুভ ও আমার দল মিলে এই পেজ কারা পরিচালনা করছে তাদের তথ্য বের করেছি। এই পেজটি মূলত চারজন ব্যক্তি চালাচ্ছে। এদের মধ্যে দুইজন নাইজেরিয়ান, একজন আমেরিকান।

‘এরা মূলত অনলাইন বেটিং বা জুয়ার সাইটসহ বিভিন্ন স্ক্যামিং নিয়ে কাজ করে। গত রোববার তাদের পেজ থেকে কোনো একটি বিদ্যালয়ের ভবন ধ্বসে পড়তে পারে— এমনটা অনুমান করে পোস্ট করা হয়। পরদিনই উত্তরায় বিমান দুর্ঘটনার বিষয়টি ঘটায়, অনেকেই ভাবতে শুরু করেন এর পেছনে হয়তো এই পেজের স্ট্যাটাসের সম্পর্ক থাকতে পারে। বিষয়টি বুঝতে পেরে ওই পেজ থেকেও আরও কিছু গুজব ছড়ানো শুরু হয়। তাদের উদ্দেশ্য ছিল, এই সুযোগে নিজেদের ফেসবুক পেজে কিছু অনুসারী বাড়িয়ে নেওয়া। একইসঙ্গে সাধারণ মানুষের মাঝে এক ধরণের ভীতি সৃষ্টি করা।’

তবে ইমরান জানালেন, ‘তাদের টিম খুব দ্রুতই এই পেজ কারা পরিচালনা করছেন, সেই ব্যক্তিদের পরিচয় বের করার পরপরই আইডিগুলো ডিয়েক্টিভেট করে দেওয়া হয়েছে। ফলে পেজটিও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘এ ধরণের পেজ থেকে ছড়ানো কোনো গুজবে আপনারা কান দেবেন না। বরং দেশের এমন কঠিন এক সময়ে সত্য তথ্যগুলো ছড়িয়ে দিন, কোনো মিথ্যা বা গুজবকে প্রাধান্য না দিয়ে।’

এদিকে এই পেজ নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির জানিয়েছেন, এটি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের সাথে সংশ্লিষ্ট কিছু নয়। অ্যানোনিমাস-এর অফিসিয়াল ওয়েবসাইটে যে ফেসবুক পেইজ দেয়া আছে সেটি এই পেইজ নয়।

এছাড়াও এই পেইজটি ঘেঁটে জানা গেছে, এটি একটি অনলাইন জুয়ার পেইজ। মূলত অনলাইন জুয়া প্রমোট করা (টিকেট বিক্রির), নতুন সদস্য সংগ্রহের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তারা অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত পোস্ট দেয়।

তিনি আরও জানান, এই পেজ থেকে পোস্টটি ভাইরাল হওয়ার পরে যখন বুঝতে পেরেছে তারা বাংলাদেশিদের এটেনশন পাচ্ছে, (বিকাল থেকে তাদের ফলোয়ার ২ লাখের কাছাকাছি থেকে ৩ লাখের ওপরে উঠেছে) তখন একের পর পর বাংলাদেশ বিষয়ক পোস্ট দেয়া শুরু করেছে। এছাড়াও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর কিছু বাংলাদেশের মার্কেটগুলোতে ঘটবে বলেও ভবিষ্যদ্বানী করেছে। একইসাথে তাদের আরও নানান জুয়ার পেইজ প্রমোট করা শুরু করেছে বাংলাদেশি নতুন ব্যবহারকারীদের লক্ষ্য করে। আহ্বান জানাচ্ছে দ্রুত ফলোয়ার হওয়ার জন্য। ফলে এ ধরণের ফেসবুক পেজের কোনো ফাঁদে পা দিয়ে নিজেদের ক্ষতিগ্রস্থ করবেন না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন