Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এনসিপির নোয়াখালী-লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত, ফেনীতে সংক্ষিপ্ত

গেজেট ডেস্ক

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল। এছাড়া আজ ফেনীতে অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সকলে শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফেনীতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা ইতোমধ্যে সভাস্থলে এসেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। এনসিপির নেতারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া আগামীকালের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনী জেলায় তাদের পদযাত্রা করার কথা ছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন