আগামী জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছেন খেলাফত মজলিসের (একাংশ) মহাসচিব আহমদ আব্দুল কাদের।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
আব্দুল কাদের বলেন, আমরা চাই আগামী নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করা হবে। জোর করে বা জবরদস্তি করে কেউ যেন নির্বাচন বানচাল না করতে পারে, যেনতেনভাবে নির্বাচন না করতে পারে। এটা না হলে এই জাতির মুক্তি আসবে না। প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন তিনি সেরা নির্বাচন উপহার দেবেন, সেটা যেন হয়।
ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিচার দৃশ্যমান দেখতে চান জানিয়ে তিনি বলেন, আজকের সমাবেশ প্রমাণ করেছে, এ দেশে ইসলামপন্থিরা বেঁচে আছে, বেঁচে থাকতে চায়। ২৪’ এর পর যে আশা ও প্রত্যাশা তৈরি হয়েছে তার বাস্তবায়ন চায়। আমরা চাই, এ দেশ নতুন করে বাঁচুক, শান্তিতে ও ইনসাফ সহকারে বাঁচুক, এর কোনো বিকল্প নেই।
‘আমরা চাই, এ দেশে ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিচার দৃশ্যমান হোক’, বলেন আব্দুল কাদের।
খুলনা গেজেট/এসএস