Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত ঢাবি

গেজেট ডেস্ক

‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার,’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সোমবার (১৪ জুলাই) রাতে রাজাকার রাজাকার স্লোগানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা এ মিছিল করছে।

শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, কোটা না মেধা, মেধা মেধা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, স্বৈরচারের বিচার চাই, ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের ‘নাতি-পুতি’ আখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন হাসিনা। তার এই বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন ঢাবি শিক্ষার্থীরা। ১৪ জুলাই রাত ১০টার পর রাজপথে নেমে আসেন রোকেয়া হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। তাদের মুখে স্লোগান ছিলো ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’।

এরপর থেকে কোটা সংস্কার আন্দোলনের পালে নতুন হাওয়া লাগে। পরে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখোমুখি হয় আওয়ামী লীগ সরকার। সেই সফল অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা।

যেদিন থেকে আন্দোলন অগ্নিরূপ নেয়, সেই দিনটির বর্ষপর্তি উপলক্ষে স্লোগান নিয়ে মিছিল করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন