Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ময়মনসিংহে মা-সহ ২ শিশুকে গলা কেটে হ‍ত‍্যা

গেজেট ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত‍্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার হাইয়ুলের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিরহতরা হলেন- শিশু কন্যা রাইসা (৭) ও নিরব (২) এবং তাদের মা ময়না আক্তার (২৫)। তারা নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার বাসিন্দা। গতরাতের যেকোনো সময় এই হত‍্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এই খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদে জন‍্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন